রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
       
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক সহ নিহত ৫
বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ
Publish: Thursday, 19 December, 2024, 9:26 PM

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- অটোরিকশা চালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ, তার স্ত্রী শারমিন এবং শিশু সন্তান।
নিহত অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, আজ সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাক সেটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত এক শিশুকে চট্টগ্রামে নেওয়ার পথে তারও মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে স্বজনরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্পার ট্রাক) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন ও পরে চট্টগ্রাম নেওয়ার পথে আরও একজন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরো দুজন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুই জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

দৈ. বার্তা সরণি / কাশেম/ / বিজন কুমার

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝