বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতির কপালে মহাদুর্যোগ নেমে আসবে । তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে হবে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বর্তমান অন্তবর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাদের উচিত একটি অবাধ নির্বাচনের স্বার্থে গুরুত্বপূর্ণ সংস্কার শেষে অবিলম্বে নির্বাচন আয়োজন করা। সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা সময় ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এ সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র জাতি মেনে নিবে না। এ সরকারকে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এর পেছনে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও রক্ত দিয়েছে। বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাদের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। তাদের নির্মমতা থেকে শ্রমিক সমাজও মুক্তি পায়নি। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের সকল সেক্টরে শ্রমিক কল্যাণ ফেডারশনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল করতে হবে।’
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ফেডারেশনের সিলেট মহানগর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, ফেডারেশনের ভারপ্রাপ্ত সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, সিলেট জেলা উপদেষ্টা হাফিজ আনোয়ার হোসাইন, মহানগর উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল, জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন, মাওলানা লোকমান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনে সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো: শাহজাহান আলী, মহানগর উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রব, সিলেট জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ফখরুল ইসলাম খান, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুর রউফ বাহার ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশেন সিলেট মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সহ-সভাপতি মিয়া মো: রাসেল, এস এম মনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) রহিমুন্নেছা, সাংগঠনিক সম্পাদক মো: দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক মো: সোহেল আহমদ হাওলাদার ও কোষাধ্যক্ষ আব্দুল জলিল।
সম্মেলনের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবুল হাসনাত বেলাল। ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর হোসাইন শাহরিয়ার রাজী। সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম।
দৈ. বার্তা সরণি / একে