বিএনপি'র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে।
এ উপলক্ষে সোমবার ( ৯ ডিসেম্বর) ফরিদপুরের ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতিহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর মহানগর ও কোতোয়ালি বিএনপি, মহানগর যুবদল, জেলা ছাত্রদল, মহানগর স্বেচ্ছাসেবক দল,ফরিদপুর শিক্ষক ঐক্য পরিষদ, জেলা কৃষক দলসহ বিএনপি ও তার সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ফরিদপুরের বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজনসহ ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা, উত্তর কমলাপুর হাফিজী মাদ্রাসা ও এতিমখানা,উত্তর টেপাখোলা তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং কোমরপুর নূরানী হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মহানগর বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উল্লেখ্য, আগামী শুক্রবার ( ১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউছুফের স্মৃতির উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দৈ. বার্তা সরণি / একে/ রানা