রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
       
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক দিল্লির নেতৃত্ব দিতে পদ্মায় বিক্রম মিশ্রি
নিজস্ব প্রতিবেদক:
Publish: Monday, 9 December, 2024, 12:32 PM

১৯৭১ সালে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে বন্ধু রাষ্ট্র হিসেবে জুড়ে ছিলো ভারতের নাম। তাই বাংলাদেশের ভূ-রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন এমনকি পর্যটনেও ছিলো ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। তবে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলমান। বদলে যাওয়া এই প্রেক্ষাপট থেকে উত্তরণে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত। বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, এফওসি শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও বিক্রম মিশ্রি। পরে জসীম-মিশ্রির নেতৃত্বে শুরু হবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। বৈঠকে বাণিজ্য, কানেকটিভিটি, সীমান্ত হত্যা, পানি বণ্টন ছাড়াও আরও অনেক উপাদান থাকবে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়।

জানা গেছে, এফওসি শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যাবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব। সেখানে তিনি তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিব মিশ্রির।
এমআই
আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্রসচিব   বিক্রম মিশ্রি   মো. জসীম উদ্দিন   

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝