বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন( বিএসএফআইসি) এর রাষ্ট্রায়ত্ত চিনিকলকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে নাটোর সুগারমিল গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন মহা ব্যাবস্থাপক কৃষি ফেরদৌস উল আলম, ডিজিএম সিপি ফারুক হোসেন , ডিসিএম সম্প্রাসারন আব্দুল কুদ্দুস, সমন্বয়ক এর উপদেষ্টা আবু রায়হান ভুলু, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ, সি আই সি আবু সাইদ, আনোয়ার হোসেন সহ সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
এসম বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবী গুলো হলো বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনস্থ চিনিকল সমূহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের কৃষি বিভাগকে কে শিল্প মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশ চিনিও খাদ্যশিল্পে কর্পোরেশনের কৃষি বিভাগে কর্মরত কৃষিবিদ ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ সিআইসিদের কৃষি সম্প্রসারন অধিদপ্তরে অন্তভূক্ত করতে হবে দাবী গুলো মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান তারা।
দৈ. বার্তা সরণি/ একে/ মাসুদ