শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
       
সিলেটে ট্রাফিক পুলিশ ও ব্যাটারিচালিত শ্রমিকদের মধ্যে উত্তেজনা
সিলেট প্রতিনিধি:
Publish: Thursday, 26 September, 2024, 5:22 PM

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা আটককে কেন্দ্র করে ট্রাফিক পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। গলির ভেতর থেকে সোর্সদ্বারা ব্যাটারিচালিত গাড়ি আটককে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষুদ্ধ চালকরা ট্রাফিক পুলিশের সাথে থাকা সোর্সকে গণপিটুনি দেওয়ার খবর পাওয়া যায়।আজ বৃহষ্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঠানটুলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মহানগরীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকার কারণে চালকরা প্রতিদিনের ন্যায় অটোরিকশা দিয়ে গলির ভিতরে যাত্রিবহন করছিলেন। এ সময় পাঠানটুলা পয়েন্টে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশের সাথে থাকা কিছু সোর্স এলাকার ভিতরে তাদের রিকশাগুলো আটক করতে শুরু করলে এক পর্যায়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়কে অবরোধ শুরু করেন। এ সময় বিক্ষুদ্ধ চালকরা ট্্রাফিক পুলিশের সাথে থাকা সোর্সকে গণপিটুনি দেওয়ার খবর পাওয়া গেছে।

রিকশাচালক সাইদুল বলেন, আমরা গরীব মানুষ রিকশা চালিয়ে ভাত খাই। এই রিকশা চালিয়ে আমাদের কিস্তির টাকা পরিষোধ করতে হয়। এখন যদি তারা গলির ভেতর থেকে আমাদের রিকশা নিয়ে যায় তাহলে পরিবারের লোকজন নিয়ে পথেবসা ছাড়া উপায় নেই।  
আরেক চালক বাবুল মিয়া বলেন, আমাদের গাড়ি পুলিশ না ধইরা সোর্সরা দৌড়াইয়া ধরে। আমরা কী পরিবার নিয়া চলতাম না। আমাদের ইনকামের শেষ সম্বল নিয়া গেলে চুরি ডাকাতি করতে অইবো আর নাইলে পেটে ভাত দিমু কেমনে। 
  
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশরের (ট্রাফিক) উপ-পুলিশ কমিশনার বি. এম. আশরাফ উল্যাহ তাহের বলেন, ব্যাটারি চালিত কিছু রিকশা অবৈধভাবে সড়কে উঠলে আমাদের ট্রাফিক পুলিশ আটক করলে তাদের সাথে ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়। চালকরা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমি তাৎক্ষণিক সেখানে গিয়ে তাদের শান্ত করি। এবং তারা তাদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়।

উল্লেখ্য সিলেট নগরীতে সড়কে ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছিলো সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। আলটিমেটামে গত ২৩ সেপ্টেম্বর থেকে প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে এসব অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। গত সোমবার রাতে এসএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব সিএনজিচালিত অটোরিকশা সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপর হলুদ রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে মেট্রোপলিটন এলাকার বাহিরের সিএনজিচালিত অটোরিকশাগুলোতে সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। কোনোভাবেই মেট্রোপলিটন এলাকার বাহিরের অটোরিকশা নগরীতে প্রবেশ করতে পারবে না।

দৈ. বার্তা সরনি/ একে /মল্লিক

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝