পাকিস্তানি তারকা অভিনেত্রী মাহিরা খান করাচি ও লাহোরে কেনাকাটা করতে মাঝেমধ্যে বোরকা পরে বের হন। তবু তাকে ভক্তরা চিনে ফেলেন বলে জানান তিনি।
সুপারস্টার এই অভিনেত্রী বলেন, ভিড় এড়াতে মুখ থেকে পা পর্যন্ত বোরকায় ঢেকে বাজারে যেতেন তিনি। তবে বোরকা পরেও খুব একটা লাভ হয়নি।
কণ্ঠস্বর শুনেই তাকে চিনে ফেলেন অনেকে। ফলে কেনাকাটায় ছেদ পড়ে।
অনেকে জিজ্ঞাসা করেন, আপনি মাহিরা খান? আমি বলি, নাহ।
গত বছরের অক্টোবরে দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন মাহিরা খান।
দৈ. বার্তা সরণি/ সাম্য