রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
       
মুক্তির চার দিনেই পুষ্পা-২’র আয় ৮০০ কোটির বেশি
নিজস্ব প্রতিবেদক
Publish: Monday, 9 December, 2024, 7:07 PM

ভারতজুড়ে সিনেমাপ্রেমীরা  ‘পুষ্পা-২’ ছবির মুগ্ধতায় ডুবে আছেন। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। 

এটি শুরু থেকেই আয়ের রেকর্ড গড়ে যাচ্ছে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ ভারতীয় বক্স অফিসে মাত্র ৪ দিনে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল। এই মুহূর্তে বিশ্বব্যাপী এর আয় ৮০০ কোটি ছাড়িয়েছে। 

স্যাকনিল্ক ডটকমের রিপোর্ট অনুযায়ী, গত ৪ ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। 

এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং গত শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করে।

গতকাল রোববার মুক্তির চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি রুপি আয় করেছে ছবিটি। ফলে প্রথম সপ্তাহান্তে ‘পুষ্পা ২’র কালেকশন পৌঁছে গেল ৫২৯.৫০ কোটির ক্লাবে।

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২’। 

প্রথম দিন সবচেয়ে বেশি রুপি আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। 

এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।

মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। 

এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে যাওয়ার রেকর্ড গড়লো এই ছবি। 

সেইসঙ্গে চারদিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলা ভারতীয় ছবিও ‘পুষ্পা ২’।



দৈ. বার্তা সরণি/ সাম্য 

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝