বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কথা জানান।
তিনি বলেন, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি ২০০ টাকার বেশি নেয়া যাবে না।
আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল। আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়।
দৈ. বার্তা সরণি/এআর/সাম্য