চাকরির সুবাদে রাজধানীসহ সারাদেশেই সব সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই আজ কোটি পতি হবার খবর পাওয়া যাচ্ছে। রাতারাতি কোটি কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন তারা। আজ সরকারির অফিস আদালত ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো ঘুষ, দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেবার মান বৃদ্ধি,ঘুষ- দুনীতি প্রতিরোধ এবং কর্মকর্তা- কর্মচারীদেরকে জবাব দিহিতায় আওতায় আনার লক্ষ্যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সবসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রোববার (০১ সেপ্টেম্বর) সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন,রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
দৈ. বার্তা সরণি/ একে