অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আনসারদের চাকরি স্থায়ী করণের দাবির বিষয়ে সাক্ষাৎ করেছেন আনসার বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও আনসার সমন্বয়করা। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি পূরণে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন। এইপরিপ্রেক্ষিতে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দেন আনসার সদস্যবৃন্দ।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক সাধারণ আনসারের সমন্বয়কদের সাথে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাকুরি স্থায়ীকরণের জন্য বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র হস্তান্তর করেন।এ সময়ে এম সাখাওয়াত হোসেন আনসারদের দাবি পূরণের জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং একই সাথে সকল সদস্যকে ধৈর্য্য ধারনের আহ্বান জানান।
দৈনিক বার্তা সরণি / একে