রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
       
যুদ্ধ বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প; কৃতজ্ঞ জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Tuesday, 10 December, 2024, 7:27 PM
ছবি: অনলাইন

ছবি: অনলাইন

গত সপ্তাহে প্যারিসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের ‘দৃঢ় সংকল্প’র জন্য কৃতজ্ঞ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। আজ মঙ্গলবার একথা বলেছেন জেলেনস্কি। খবর এএফপির।

আগত মার্কিন প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি সমর্থনের মাত্রা নিয়ে কিয়েভের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার আয়োজন করেছিলেন।

জেলেনস্কি এক্সে মঙ্গলবার ভোরে একটি পোস্টে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসঙ্গে কাজ কর—এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ইউক্রেনীয় নেতা আরো বলেন, “আমি এটি আয়োজন করার জন্য প্রেসিডেন্ট ম্যাখোঁর প্রতি আমার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করছি, সেই সঙ্গে এই যুদ্ধের সুষ্ঠু অবসানের ‘দৃঢ় সংকল্পে’র জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”

ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করেছেন, তিনি ক্ষমতায় একবার আসলে  ‘২৪ ঘন্টায়’ প্রায় তিন বছরের সংঘাতের নিষ্পত্তি করবেন, যা ইউক্রেনের মধ্যে শঙ্কা জাগিয়েছে, এই শান্তির বিনিময়ে দেশটিকে বিশাল এলাকা ছেড়ে দিতে হবে। ট্রাম্প রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফরমে অবিলম্বে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়ে লিখেছেন, জেলেনস্কি ‘একটি চুক্তি করতে ও পাগলামি বন্ধ করতে’ প্রস্তুত।




দৈ. বার্তা সরণি/ সাধ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝