সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজে থাকতে তাই দ্বিতীয় ম্যাচের ফল নিজেদের অনুকূলে আনতেই হবে মেহেদী হাসান মিরাজের দলকে। এমন সমীকরণের ম্যাচে টস হেরে গেছে বাংলাদেশ। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বাঁচামরার ম্যাচে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ একাদশে। পেসার তাসকিন আহমেদের বদলি হিসেবে মূল একাদশে জায়গা করে নিয়েছেন শরিফুল ইসলাম।
টস হারলেও ভালো স্কোর গড়তে পারলে জয়ের সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, আমরা একই (প্রথম ম্যাচ) উইকেটে খেলছি, তাই স্পিনারদের জন্য এটা ভালো সুযোগ হতে পারে। আমরা ভালো স্কোর পেলে ম্যাচ জিততে পারি। এই উইকেটে বোলিং করা কঠিন, তবে আমার বিশ্বাস আমরা ভালো বোলিং করতে পারি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, মারকুইনো মাইন্ডলি, গুডাকেশ মোটি, জেডেন সিলস।