বোতলজাত সয়াবিন তেল ও খোলা তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলা ‘অস্থির’অবস্থার মধ্যে সরকার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।
এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৭ টাকা ও খোলা তেল ছিল ১৪৯ টাকা।
দৈ. বার্তা সরণি/ আফরোজা