হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন চা বাগানের প্রায় ৩,৮৫০ শ্রমিক তিন মাসের বেতন বকেয়া থাকায় কাজে ফেরেননি। লোকসান ও ঋণ সংকটের অজুহাতে এনটিসি কর্তৃপক্ষ ১২ সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ রেখেছে। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা ছয় সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন।
সরকারি হস্তক্ষেপে দুই সপ্তাহের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত তা পরিশোধ না করায় শ্রমিকরা কাজে ফেরেননি। বেতন পরিশোধের পরেই কাজ শুরু হবে বলে জানিয়েছে শ্রমিক সংগঠন।
এই কর্মবিরতির ফলে চা উৎপাদনের মৌসুমে এনটিসি পরিচালিত বাগানগুলোতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন এবং পরিস্থিতি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈ. বার্তা সরণি/ আফরোজা