শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩ পৌষ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
       
আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সিরিজ জয়
ডেস্ক রিপোর্ট
Publish: Saturday, 30 November, 2024, 5:38 PM

বাংলাদেশের নারী ক্রিকেট দল প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ব্যাপক ব্যবধানে হারিয়ে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে । এ জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছেন জ্যোতিরা।

আজ শনিবার (৩০ নভেম্বর) মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান তুলে আইরিশরা। এদিন আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় অধিনায়ক গ্যাবি লুইসকে ফেরান সুলতানা। আরেক ওপেনার সারাহ ফোর্বসকে (১৩) আউট করেন নাহিদা আক্তার।

৩৫ রানে ২ উইকেট হারানোর পর আইরিশদের পথ দেখান এমি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। দু’জনে মিলে গড়েন ৯১ রানের জুটি। ব্যক্তিগত ৩৭ রানে প্রেন্ডারগাস্ট রান আউট হলে ভাঙে এই জুটি। একই ওভারে সাথি ফেরান এমি হান্টারকেও। ৮৮ বলে ৬৮ রান করে আউট হন এমি। এরপর উনা রেমন্ডের ১৮ বলে অপরাজিত ২১ এবং লরা ডিলানির ৫০ বলে ৩৩ রানের ইনিংসে ১৯৩ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা খাতুন। জবাবে ৬ ওভার এক বল বাকি রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন ফারজানা হক পিংকি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শারমিন আক্তার সুপ্তা। এ ছাড়াও ৪০ রান করেছেন অধিনায়ক জ্যোতি।

দৈ. বার্তা সরণি / একে

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝