বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
       
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বিষয়ক সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি:
Publish: Wednesday, 20 November, 2024, 5:56 PM

সিরাজগঞ্জে  গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
আজ বুধবার (২০ নভেম্বর)  সকালে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ও জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

তিনি বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ণ সম্পর্কে সাধারন মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। আর সেখানে সঠিক বিচার যাতে পাই সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। 

এসময়  উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ, জেলা তথ্য  অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরীফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলাউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, স্থানীয় সরকার সিরাজগঞ্জের সহকারী পরিচালক প্রতীতি পিয়া প্রমুখ। 

দৈ. বার্তা সরণি / একে /নজরুল

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: মো: নাজমুল হুদা

প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝