হবিগঞ্জের হাওড় ও নদীগুলোতে ধরা পড়ছে প্রচুর দেশীয় মাছ। আর বাজারে সরবরাহ বাড়ায় দামও অনেকটা কমতে শুরু করেছে।আজ রোববার (৮ ডিসেম্বর) ভোর থেকেই পাইকারি ক্রেতারা ভিড় করেন শায়েস্তানগর বাজারে।জানা গেছে, জেলার বিভিন্ন হাওড় ও নদী-বিল থেকে সারারাত মাছ শিকার করে ভোরে জেলেরা মাছ নিয়ে আসেন শায়েস্তানগর বাজারে। এখানে হাওড়ের সব ধরনের মাছই পাওয়া যায়।হবিগঞ্জের শায়েস্তানগর
...