চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের চলতি শিক্ষাবর্ষের ৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বেলায়েত হোসেন কে সভাপতি ও লাবিবা তারান্নুম নিঝুম কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া নিশাত তাসনিম ঈশা কে সহ-সভাপতি ও মো: সাইফুল ইসলাম কে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ২২ অক্টোবর বর্তমান কমিটির সভাপতি মো: সাগর ফকির ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়।
এছাড়া সংগঠনে উপদেষ্টা করা হয়েছে প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন মিত্র ও সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী এবং পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসিরুল হক।
নবনির্বাচিত সভাপতি বেলায়েত হোসেন জানান, পূর্বের ন্যায় শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পারিক সহযোগিতা, শিক্ষার মান উন্নয়ন সহ সভা, সেমিনার ও সাংস্কৃতিক কার্যক্রম করতে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও মাদারীপুর স্টুডেন্টস এসোসিয়েশন এগিয়ে নিতে সকলের কাছে দোয়া চান।
দৈ. বার্তা সরণি / একে/ ইমদাদুল