রবিবার ৩ নভেম্বর ২০২৪ ১৯ কার্তিক ১৪৩১      ভিডিও   |   ই-পেপার
           
 
রবিবার ৩ নভেম্বর ২০২৪
       
১৮ নভেম্বর, সাবেক ২০ মন্ত্রী-উপদেষ্টাকে তলব করেছে অপরাধ ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 27 October, 2024, 4:52 PM

শেখ হাসিনার সরকারের সাবেক ২০ মন্ত্রী-উপদেষ্টাকে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে  হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন টিমের করা এক আবেদনে এ আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র : বিবিসি।

পরোয়ানা প্রাপ্তরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মণি, শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, আরেক উপদেষ্টা তৌফিক ই এলাহী, সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও জুনায়েদ আহমেদ পলক,রাশেদ  খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

আজ রোববার (২৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ‘ঠাণ্ডা মাথায় নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করাই হয়নি, মারা যাওয়ার পরে লাশ পুড়িয়ে ফেলা, দাফন করতে না দেয়া, গুম করাসহ আরো যত আন্তর্জাতিক আইনানুযায়ী অমানবিক কাজ আছে তা তারা করেছে।’

এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ আরো ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এর মধ্যে গ্রেফতার ছয়জনকে ২০ নভেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

তারা হলেন- আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার মো: হাবিবুর রহমান, আব্দুল্লাহিল কাফি, আরাফাত হোসেন, মাজহারুল ইসলাম ও আবুল হাসান। রাষ্ট্রপক্ষের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেছেন।

দৈ. বার্তা সরণি / একে

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পর্কিত সংবাদ
সম্পাদক : রুবিনা আক্তার, নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান
প্রকাশক : মেহেদী হাসান কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১/২, সাগুফতা ডি লরেল, স্যুইট নং-২০১, কমলাপুর বাজার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।

ফোন : ০২-৫৮৩১৬১০৯, ই-মেইল : dailybartasaroni@gmail.com । ভাস্ট মিডিয়া লি.-এর একটি প্রকাশনা।
Developed By: i2soft
🔝